ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সুদানের যুদ্ধ বন্ধে জেদ্দায় আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ৬ মে ২০২৩

সুদানে চলমান লড়াই বন্ধে সৌদি আরবের জেদ্দায় আলোচনায় বসতে যাচ্ছে দেশটির বিবদমান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী।

সেনাবাহিনী জানায়, সুদানে মানবিক সহায়তা পাঠানের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনায় আগ্রহী তারা। এজন্য সৌদি আরবে প্রতিনিধিও পাঠিয়েছেন।

তবে অপর পক্ষ আধাসামরিক বাহিনীর কাছ থেকে এখনও কোনো মন্তব্য জানা যায়নি। এদিকে রাজধানী খার্তুমে সংঘর্ষ অব্যাহত। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, চলমান সংঘর্ষে শিশুদের জন্য রাখা ১০ লাখেরও বেশি পোলিও টিকা লুটপাট হয়েছে।

১৫ এপ্রিল সুদানে সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই পকষ বেশ কয়েকবার যুদ্ধবিরতিতে রাজি হলেও তা কার্যকর হয়নি। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি